ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগ, জামায়াতের আমির গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের মামলায় জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) রাত ৯টায় বিশেষ অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মানিক মঞ্জিলের ৩য় তলার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাজী মোহাম্মদ হানিফ চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমিন উল্যাহর ছেলে। তিনি চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত আট অক্টোবর রাতে চরপার্বতী ইউনিয়নের কদমতলায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবু কোম্পানীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান কাজী মো. হানিফকে আসামি করে মামলা দায়ের করেন। রোববার (১৫ অক্টোবর) রাত ৯টায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের মামলায় ইউপি চেয়ারম্যান কাজী হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) সকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগ, জামায়াতের আমির গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

অনলাইন ডেস্ক :নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের মামলায় জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) রাত ৯টায় বিশেষ অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মানিক মঞ্জিলের ৩য় তলার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাজী মোহাম্মদ হানিফ চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমিন উল্যাহর ছেলে। তিনি চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত আট অক্টোবর রাতে চরপার্বতী ইউনিয়নের কদমতলায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবু কোম্পানীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান কাজী মো. হানিফকে আসামি করে মামলা দায়ের করেন। রোববার (১৫ অক্টোবর) রাত ৯টায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের মামলায় ইউপি চেয়ারম্যান কাজী হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) সকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।