মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি আবু জাফর এম. ছালেহ্:
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের পিপড়াখালী গ্রামের বাসিন্দা মরহুম মো. ওয়াজেদ খানের ছেলে মো. আ. রহমান খানের বসতঘর লুটপাট করে নিয়ে যায় কতিপয় দুষ্কৃতকারী।
গত ১০/ ১২/২০২৪ খ্রি. রোজ মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকদের ভাষ্যমতে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী মির্জাগঞ্জ থানার ওসি এবং ভারপ্রাপ্ত সেনা কর্মকর্তা বরাবর আলাদাভাবে দুইটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের বিবরণী থেকে জানা যায় গত ঘূর্ণিঝড়ে আ. রহমান খানের বসতঘরখানা মাটিতে পড়ে গেলে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে এবং টাকাপয়সার অভাবে ঘরখানা মেরামত করা অসম্ভব হয়ে পড়লে আ. রহমান খান তার মেয়ের বাড়ি মির্জাগঞ্জ গ্রামে থেকে বাড়িঘর এবং জমিজমার দেখাশোনা করেন এবং তার অসুস্থ স্ত্রী ঢাকায় তার ছেলেদের সাথে থাকেন। তাদের অনুপস্থিতিতে স্থানীয় মৃত মুজাহার খানের পুত্র মো. নাসির খান এবং আ. রশিদ খানের পুত্র মো. ফারুক খানের নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারীর সহযোগিতায় তার ঘরের সকল মালামাল এবং নিচে থাকা আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। রাত দুইটার দিকে স্থানীয় একজন লোকের মাধ্যমে মোবাইলে লুটপাটের খবর শুনতে পেয়ে তিনি তৎক্ষনাৎ তার মেয়ে, মেয়েজামাই, বোন এবং ভাগ্নেকে সাথে নিয়ে প্রায় একঘন্টার পথ পায়ে হেঁটে অতিক্রম করে গিয়ে দেখতে পারে বাড়ির পাশের পায়রা নদীতে রাখা ট্রলারে প্রায় সব মালামাল লোড করা হয়ে গেছে। তারা গিয়ে সেখানে মালামাল নিতে বাধা দিলে দুষ্কৃতকারীরা বিভিন্ন অস্ত্রসস্ত্রসহ তাদের উপরে ঝাপিয়ে পড়লে তারা প্রাণ রক্ষার্থে দৌড়ে পিছনে গেলে ট্রলার ছেড়ে চলে যায়। ভুক্তভোগী কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।