নিজস্ব প্রতিনিধি ,চাঁদপুর
চাঁদপুর মতলব দক্ষিন উপজেলায় নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধভাবে মিনি কাটিং ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করে ৬ নং ওয়ার্ডের ঘোড়া দাড়ি গ্রামের মধ্যে জমজমাট বানিজ্য করে আসছে ছাদেক মিয়াজি । এতে আশপাশের ফসলি জমি ও সড়ক ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া কাছাকাছি থাকা বেশ কিছু কয়েকটি বসতঘরও হুমকির মধ্যে রয়েছে। বিভিন্ন ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের মহোৎসব চলছে, এ যেনো দেখার কেউ নেই। প্রতিদিন প্রায় পাঁচটি টঅবৈধ মিনি কাটিং ড্রেজার ২নং নায়েরগাঁও দক্ষিন ও উওর ইউনিয়নে বিভিন্ন এলাকায় আবাদি জমি গর্ত করে বালি উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল এবং এতে জড়িত ইউনিয়ন সরকারি ভূমির মোয়াজ্জেম । এতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ওই প্রভাবশালী দুষ্কৃত মহলটি।
এদের বার বার মাটি উত্তোলন না করার জন্য প্রশাসন থেকে নিষেধ করা হলেও কর্ণপাত করছেন না। বরং আবাদি জমিতে মাটি উত্তোলন করে বিশাল সুড়ঙ্গ করে ফেলেছেন কিন্তু কৃষি ফলনের পিছিয়ে পড়ছে প্রকৃতিক কৃষকদের ধারণা করেন । এ ধরনের মহালদের কারণে আশেপাশে কৃষি জমিন হুমকির মুখে পড়েছে। এই মুহুর্তে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলেন নায়েরগাঁও উত্তর ও দক্ষিণের ইউনিয়নের মধ্যে এক সময় আবাদি জমি আর খুঁজে পাওয়া যাবে না। মারাত্মকভাবে ব্যাহত হবে ফসল উৎপাদন। সেই সঙ্গে ওই এলাকায় দেখা দেবে চরম খাদ্য সঙ্কট। বিষয়টি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, এমনকি খোদ জেলা আইনশৃঙ্খলা কমিটিতেও আলোচনা হয়েছে। তারপরও ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ হচ্ছে না ।
সরোজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত ২০২০ ও ২০২১ সালের অর্থবছরের ৮ টি ড্রেজার মেশিন জব্দ করেছে মতলব দক্ষিণ উপজেলার নিবার্হী কর্মকর্তা । আর এসব ড্রেজার দিয়ে প্রশাসনের অনুমতি না নিয়ে বিভিন্ন এলাকায় কৃষি আবাদি জমি ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে গত বর্ষা মৌসুম থেকে একটি প্রভাবশালী মহল ইউনিয়নের মধ্যে থাকাতে কাজ করিতে সক্ষম হয়। এদিকে ৬ নং ওয়ার্ডের ছাদেক তাহার দল বহর হাতে রেখে ৮৮ শতাংশ জায়গা থেকে দুইটি মিনি কাটিং টুলস দিয়ে মাটি উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন: এগুলো আপনাদের দেখার বিষয় নয় দেখার জন্য মতলব দক্ষিন উপজেলায় প্রশাসনিক লোক আছে বলে জানায়।
মিনি কাটিং ড্রেজারের বিষয়ে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও সরকারি ভূমি মোয়াজ্জেম কে মোবাইল মোটো ফোনে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন :আমি ২নং নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের ঘোড়া দাড়ি গ্রামের ড্রেজার মালিক পক্ষ ছাদেকের কাছ থেকে আমি এক শত টাকার স্টাম্পের মাধ্যমে স্বাক্ষর রেখেছে কিন্তু সে যদি এই সত্য ভঙ্গ করে ড্রেজার চালায় তাহলে আমি মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তার স্যারের সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
নায়েরগাঁও ইউনিয়নের মিনি কাটিং ড্রেজারের বিষয়ে মতলব দক্ষিন উপজেলার নিবার্হী কর্মকর্তা ফামিদা হক সাথে মোবাইলে মোটো ফোনে বিষয়টি অবগত করিলে তিনি বলেন : মিনি কাটিং ড্রেজারের সাথে যে কোন ব্যাবসায়িক সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বলে জানান।