নিজস্ব প্রতিনিধি ,চাঁদপুর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে গুরুতর আহত ১৫ জন আহত হয়েছে ।পরবর্তীতে পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সরেজমিনে গিয়ে জানা যায় :গত (২৬ জুন) শনিবার বিকাল মতলব উওর উপজেলার মোহনপুর এলাকায় আওয়ামী লীগের বর্তমান সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বীর বিক্রম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে আহতরা স্থানিয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।আর ওই দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাটি নিয়ে এলাকার মধ্যে চঞ্চলতা সৃষ্টি দেখা জায়।
স্থানীয় সূত্রে নাম অনিচ্ছুক এই বিষয়ে জানান, মতলব উত্তর ও দক্ষিণের চাঁদপুর দুই আসনের সাবেক সংসদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও ঢাকা মহানগড় দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপির স্থানিয় রাজনীতির প্রতি হিংসা নিয়ে দলীয় নেতা-কর্মীদের দুই ভাগে বিভক্ত। আর ওই প্রতিহিংসার রাজনীতিককে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাদের মধ্য দীর্ঘদিন থেকে এ বিরোধ চলে আচ্ছে ।
ঘটনার দিন সাবেক মন্ত্রী মায়া চৌধুরী নিজ এলাকার মোহনপুরের তাহার নিজ বসত বাড়িতে আগমন করেন।আর সেই সুবাদে মতলব উওর ও দক্ষিনের নেতাকর্মীরা নেতার সাথে আগমনের সৌজন্যে দেখা করার জন্য বিভিন্নস্থান থেকে তার সমর্থকরা আসেন বাড়িতে ।ওই আসা যাওয়াকে কেন্দ্র করে স্থানিয় এমপি এডভোকেট নুরুল আমিন রুহুলও তাঁর নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচিতে প্রতিনিয়ত সক্রিয় থাকছেন। স্থানিয়ভাবে কেন্দ্রীয় ওই দুই নেতার অনুসারীদের আসা-যাওয়ার মধ্যেই মোহনপুর এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষ লেগে থাকে।
উল্লেখ্য যে, প্রতি হিংসা রাজনীতিকের ঘটনাটি কয়েকদিন যাবত মতলব মোহনপুরে চরম উত্তেজনা বিরাজ করছে। তা পরবর্তীতে হামলা ও সংঘর্ষে রুপ নেয়। এ ঘটনায় একে অপর গ্রুপকে হামলার জন্য দোষী সাব্যস্ত করছে এলাকাবাসী রাজাকার কাজী মিজানকে ।
এই বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান কামাল বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, মোহনপুর এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Attachments area