নিজস্ব প্রতিনিধিঃ
মতলব দক্ষিন উপজেলায় ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের গত (১৬,ও,২০এপ্রিল) জাতীয় দৈনিক গণজাগরন পত্রিকার অ্যাসাইনমেন্টের মাধ্যমে সংবাদ তথ্যের জন্য গেলে প্রাণ নাশ ও ইজ্জতহানীর হুমকি দেওয়াতে বিভিন্ন ফেসবুক সোসাল মিডিয়াতে মিথ্যা ও বানোয়াট সাজানো নাটক বানিয়ে সমাজের কাছে অপপ্রচার করাতে মানক্ষুন্ন করায় সংবাদকর্মী মোঃ তপছিল হাসান,তিনি গত ৬ই মে ২০২১ইং তারিখেকে ঢাকা আইজিপি’স কমপ্লেইন মনিটরিং সেল পুলিশ হেডকোয়াটার্স ঢাকা এবং রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম ও জেলা প্রশাসক, চাঁদপুর, জেলা পুলিশ, চাঁদপুর দুই ব্যক্তিকে অভিযুক্ত আসামী করে অভিযোগ দায়ের করেন, যাহার সিরিয়াল নং—৫৬৩ অভিযোগ কারেন।এই বিষয়ে সংবাদকর্মী মোঃ তপছিল হাছান বলেন: আমি দীর্ঘ দিন ধরে জাতীয় দৈনিক মাতৃভূমির খবর, দৈনিক একুশের বানী এবং দৈনিক গনজাগরনের মতলব দক্ষিন প্রতিনিধি হিসাবে কাজ করে আসছি। আমি গত ১৬/০৪/২০২১ইং তারিখে মতলব দক্ষিন উপজেলার লামছড়ি ( বালুচর) গ্রামের ভবতোষ ব্যাপারী পিতা মৃত : কালাচান ব্যাপারী দেশের বহুল প্রচারিত দৈনিক গনজাগরন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভবতোষ ব্যাপারী উল্লেখ করেন যে, ৩নং খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর হোসেন রিপন মীর, ভবতোষ ব্যাপারীর ছেলের বৌ মুক্তা রানী দাস—পিতা রামপ্রসাদ দাস এবং আরো কতিপয় কুচক্রি লোক দ্বারা অবৈধ ভাবে তার বাগানের গাছ পালা কাটা, জোর করে সম্পত্তি দখলের চেষ্টা, হুমকি ধামকি সহ আরো কিছু বিষয় অনুসন্ধান করাপর। দৈনিক গনজাগরন পত্রিকায় সত্যতা প্রকাশ করার জন্য আবেদন । দৈনিক গনজাগরন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মহোদয়ে বিষয়টি/ অভিযোগটি অনুসন্ধানের জন্য আমাকে দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি অনুসন্ধানের জন্য লামছড়ি(বালুচর) গ্রামে খাসচর এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ অনেক লোকের সাথে কথা বলি। অভিযোগের বিষয়ে মুক্তা রানীর সাথে কথা বললে তিনি আমাকে নাজে হাল করেন, এবং এই বলে হুমকি প্রদান করেন যে, তার অনুমতি ব্যতিত যেন আমি বালুচর গ্রামে সংবাদ সংগ্রহের জন্য প্রবেশ না করি। প্রবেশ করিলে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন এবং মিথ্যা মামলা জড়িয়ে আমাকে দেশ ছাড়া করবেন। এটি কি মগের মুল্লুক কিনা? এ প্রশ্নের জবাবে মুক্তা রানী বলেন যে, হ্যাঁ এটা মগের মুল্লুক, এখানে আমি যাহা বলি তাই চলে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর হোসেন রিপন মীর জায়গা ব ন্দোবস্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তিনি আমাকে প্রশ্নের উত্তর না দিয়ে তিনি হুমকি ধামকি প্রদান করেন। উভয় পক্ষে আদালতে মামলা চলমান, আপনি কি ভাবে অন্যের ব্যাক্তিগত জমি সন মেয়াদি বন্দবস্ত দিলেন এ প্রশ্নের জবাবে রিপন মীর বলেন যে, আদালত বাস্তবতা দেখে বিচার করেন না। কিছু বানানো কাগজ পত্রের উপর ভিত্তি করে আদালত বিচার আচার করেন। খাসচর গ্রামে আয়ত আলী, হাজেরা এবং মাচুয়াখাল গ্রামের আলমগীর অভিযোগের সত্যতা স্বিকার করেন এবং তাদের সাথে এই দুসকর্মের সাথে জড়িত কয়েক জনের নাম উল্লেখ করেন।নিউজটি দৈনিক গনজাগরনের পত্রিকায় প্রকাশ হওয়ার সাথে সাথে এই কুচক্রি মহল আমার বিরুদ্বে, মিথ্যা মামলা দায়ের, হুমকি ধামকি সহ প্রান নাশের ও হুমকি প্রদান করেন। এই অবস্থায় আমি এবং আমার পরিবার নিরাপত্তা ও আতাংকে আছি এবং মুক্তা রানী তাহার বিরুদ্ধে চাঁদপুর পুলিশ সুপারের প্রতিবেদনে জানা যায়, মুক্তা রানী বিভিন্ন যুবকদের সাথে পরকীয়ার সাথে জড়িত আছে। ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব ও অসহাদের ত্রান না দিয়ে তিনি কোর্টে ডিভোর্সকৃত নারীকে কিভাবে সরকারী ত্রান দেয় এবং বসতবাড়ীতে থাকার অনুমতি দেন। তা সত্যতা থেকেই গেল। কিন্তু সাংবাদিক তপছিল হাসান বলেন, মুক্তা রানীর ও ইউপি চেয়ারম্যান রিপন মীরের দুই মোবাইল নম্বর সহ কললিস্ট ও ভয়েস রেকর্ড সত্যতা উদঘাটনের জন্য জিডি করেন। পরবর্তীতে জানা যাবে রিপন মীর ও মুক্তা রানীর সাথে কী কথাবার্তা চলছিল দীর্ঘদিনের তাহা সত্যতা বেরিয়ে আসবে এবং কুটকে অপমান ও সংবাদকর্মীকে অনৈতিক ভাষা প্রকাশ করাতে চাঁদপুর জেলা কোটে মামলা করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
Attachments area