ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মী পুরের রায়পুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের। মঙ্গলবার (০২ মার্চ) গভীররাতেউপজেলারউত্তরচরবংশীইউনিয়নেরখাসেরহাটে এ দুর্ঘটনা ঘটে। এদিকে উপজেলার উত্তরচর বংশী ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসায়ীদের এক কোটি ৯০ লাখটাকা ও দোকান মালিকদের প্রায় এক কোটি টাকার ক্ষতির পরিমাণ নির্ণয় করাহয়েছে।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাবলেজানা গেছে, ব্যাংক ও বেসরকারিএনজিও থেকে ঋণ নিয়েব্যবসাচালুকরেনঅধিকাংশব্যবসায়ী। কিন্তু ঋণ পরিশোধকরারআগেইতাদের স্বপ্নপুড়েছাইহয়ে গেছে। পুনরায়ব্যবসায় দাঁড়ানোরমতোঅবস্থা নেইতাদের। চোখেরসামনেইসাজানো স্বপ্নপুড়েছাইহয়ে গেছে। ভয়াবহ আগুনে মোবাইলের শো-রুম, ইলেকট্রনিক, স্বর্ণকারের দোকান, ওষুধের দোকান, সারের দোকান, গ্যাসসিলিন্ডারের দোকান, চায়ের দোকান ও স্টেশনারি দোকানসহ ২৭টি প্রতিষ্ঠানপুড়েছাইহয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাহলেন- আবদুলগণিহাওলাদার, আবদুলবারেকবকাউল, সুজন স্বর্ণকার, ইউনুছমাঝি, মো. শাজাহান, বাচ্চুগাজী, সুমনমাঝি, দুলালমালতিয়া, আইয়ুবআলীআখন, কাদির বেপারী, শাহআলমমাঝি, আবুতাহেরগাজী, মোস্তফা বেপারী, নুর মোহাম্মদ, শাহআলম মোল্লা, রাছেল, মুজাম্মেল মাঝি, সোহাগহাওলাদার, আবুলখায়েরগাজী, সুজন বেপারী, আবদুলকাদেরফরাজী, জাফরফরাজী, আবদুলহাসেমগাজী, শাহআলম ও হাসান মোল্লাহ। কয়েকজনব্যবসায়ীরএকাধিক দোকানছিল। এরমধ্যে তিন-চারজনঘরমালিক ও বাকিরাভাড়ায় দোকাননিয়েব্যবসাকরেআসছে।

ফায়ারসার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাজানায়, বাজারেরএকটি দোকান থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়মানুষ ও ব্যবসায়ীরাআগুন নেভানোর চেষ্টাকরেও ব্যর্থ হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ও রায়পুরফায়ারসার্ভিসের দুটিইউনিট দুইঘণ্টা চেষ্টাচালিয়েআগুননিয়ন্ত্রণে আনে। এরমধ্যেইমালামালসহ ২৭টি দোকানপুড়েছাইহয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীনূর মোহাম্মদ, বাচ্চুগাজী ও সুমনমাঝিজানায়, মালামালসহতাদের দোকানগুলোপুড়েছাইহয়ে গেছে। এতে অন্তত এক কোটিটাকারটাকার ক্ষতিহয়েছে। এখনতারাএকেবারেইনিঃস্ব হয়েপড়েছেন। প্রতিষ্ঠাননিয়ে দেখা স্বপ্নগুলো আগুনে পুড়েছাইহয়ে গেছে। উত্তরচরবংশীইউনিয়নপরিষদের চেয়ারম্যানআবুল হোসেনবলেন, আগুনে ২৭টি দোকানমালামালসহপুড়েছাইহয়ে গেছে। লক্ষ্মীপুরফায়ারসার্ভিসের স্টেশন অফিসারওয়াসিআজাদ বলেন, বৈদ্যুতিকশর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুননিয়ন্ত্রণে আসারআগেই দোকানগুলোপুড়েছাইহয়ে গেছে।

রাযপুরউপজেলানির্বাহীকর্মকর্তা (ইউএনও) সাবরিন চৌধুরীবলেন, খবর পেয়েঘটনাস্থল পরিদর্শনকরেছি। ক্ষতিগ্রস্তদেরতালিকাসংগ্রহকরাহয়েছে। দ্রুত তাদেরকেপ্রশাসনিকভাবেসহায়তাকরাহবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই

আপডেট টাইম : ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মী পুরের রায়পুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের। মঙ্গলবার (০২ মার্চ) গভীররাতেউপজেলারউত্তরচরবংশীইউনিয়নেরখাসেরহাটে এ দুর্ঘটনা ঘটে। এদিকে উপজেলার উত্তরচর বংশী ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসায়ীদের এক কোটি ৯০ লাখটাকা ও দোকান মালিকদের প্রায় এক কোটি টাকার ক্ষতির পরিমাণ নির্ণয় করাহয়েছে।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাবলেজানা গেছে, ব্যাংক ও বেসরকারিএনজিও থেকে ঋণ নিয়েব্যবসাচালুকরেনঅধিকাংশব্যবসায়ী। কিন্তু ঋণ পরিশোধকরারআগেইতাদের স্বপ্নপুড়েছাইহয়ে গেছে। পুনরায়ব্যবসায় দাঁড়ানোরমতোঅবস্থা নেইতাদের। চোখেরসামনেইসাজানো স্বপ্নপুড়েছাইহয়ে গেছে। ভয়াবহ আগুনে মোবাইলের শো-রুম, ইলেকট্রনিক, স্বর্ণকারের দোকান, ওষুধের দোকান, সারের দোকান, গ্যাসসিলিন্ডারের দোকান, চায়ের দোকান ও স্টেশনারি দোকানসহ ২৭টি প্রতিষ্ঠানপুড়েছাইহয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাহলেন- আবদুলগণিহাওলাদার, আবদুলবারেকবকাউল, সুজন স্বর্ণকার, ইউনুছমাঝি, মো. শাজাহান, বাচ্চুগাজী, সুমনমাঝি, দুলালমালতিয়া, আইয়ুবআলীআখন, কাদির বেপারী, শাহআলমমাঝি, আবুতাহেরগাজী, মোস্তফা বেপারী, নুর মোহাম্মদ, শাহআলম মোল্লা, রাছেল, মুজাম্মেল মাঝি, সোহাগহাওলাদার, আবুলখায়েরগাজী, সুজন বেপারী, আবদুলকাদেরফরাজী, জাফরফরাজী, আবদুলহাসেমগাজী, শাহআলম ও হাসান মোল্লাহ। কয়েকজনব্যবসায়ীরএকাধিক দোকানছিল। এরমধ্যে তিন-চারজনঘরমালিক ও বাকিরাভাড়ায় দোকাননিয়েব্যবসাকরেআসছে।

ফায়ারসার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাজানায়, বাজারেরএকটি দোকান থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়মানুষ ও ব্যবসায়ীরাআগুন নেভানোর চেষ্টাকরেও ব্যর্থ হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ও রায়পুরফায়ারসার্ভিসের দুটিইউনিট দুইঘণ্টা চেষ্টাচালিয়েআগুননিয়ন্ত্রণে আনে। এরমধ্যেইমালামালসহ ২৭টি দোকানপুড়েছাইহয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীনূর মোহাম্মদ, বাচ্চুগাজী ও সুমনমাঝিজানায়, মালামালসহতাদের দোকানগুলোপুড়েছাইহয়ে গেছে। এতে অন্তত এক কোটিটাকারটাকার ক্ষতিহয়েছে। এখনতারাএকেবারেইনিঃস্ব হয়েপড়েছেন। প্রতিষ্ঠাননিয়ে দেখা স্বপ্নগুলো আগুনে পুড়েছাইহয়ে গেছে। উত্তরচরবংশীইউনিয়নপরিষদের চেয়ারম্যানআবুল হোসেনবলেন, আগুনে ২৭টি দোকানমালামালসহপুড়েছাইহয়ে গেছে। লক্ষ্মীপুরফায়ারসার্ভিসের স্টেশন অফিসারওয়াসিআজাদ বলেন, বৈদ্যুতিকশর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুননিয়ন্ত্রণে আসারআগেই দোকানগুলোপুড়েছাইহয়ে গেছে।

রাযপুরউপজেলানির্বাহীকর্মকর্তা (ইউএনও) সাবরিন চৌধুরীবলেন, খবর পেয়েঘটনাস্থল পরিদর্শনকরেছি। ক্ষতিগ্রস্তদেরতালিকাসংগ্রহকরাহয়েছে। দ্রুত তাদেরকেপ্রশাসনিকভাবেসহায়তাকরাহবে।