জয়নাল আবেদীন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ইলিশ জব্দ ও ১ জন কে আটক করেছে রায়পুর মৎস বিভাগ । পরে জব্দকৃত এসব জাটকা ইলিশ উপজেলার ৫টি এতিম খানায় বিতরণ করা হয়।
শুক্রবার রাতে রামগতি থেকে
ট্রাকে বোঝাই করে এসব জাটকা ইলিশ ঢাকায় নেওয়া সময় লক্ষ্মীপুর- চাঁদপুর সড়কের রায়পুর আসলে গোপন সংবাদ পেয়ে জাটকাসহ একজন কে আটক করে, রামগতি-রায়পুর সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন।
এই সময় উপস্থিত ছিলেন, মৎস সম্প্রসারণ কর্মকতা আব্দুল্লাহ আল মাহামুদ, রায়পুর থানার এসআই ইয়াছিন আরাফাত।
সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।। এ ঘটনায় আটক কৃত গাড়ি চালকে নিয়মিত মামলা দিয়েও হবে।