কিছুদিন পূর্বে ট্রাক ও সিএনজি এক্সিডেন্টে আহত ড্রাইবার কে দেখতে তার বাসায় যান মৌলভীবাজার ২ আসনের সাবেক এমপি নবাব আলী আব্বাস খান এর পুত্র নবাব আলী হাসিব খান।
কিছুদিন আগেই মৌলভীবাজারের কুলাউড়া-রবির বাজার রোডে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় আহত সিএনজি ড্রাইবারের চিকিৎসা সেবা দিতে কিছু আর্থিক সহায়তা করেন নবাব আলী হাসিব খান।
আর্থিক সহায়তাকালে উপস্থিত ছিলেন, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাব্বির হোসেন সুমন, মীর মশাররফ, রাজ-নগর ক্লাবের উজ্জ্বল আহমেদ, এলকার নজীব আলী ও হারুনসহ আরোও অনেকেই।
মৌলভীবাজার ২ আসনের এমপি নবাব আলী আব্বাস খান এর পুত্র নবাব আলী হাসিব খান। নবাব আলী হাসিব খান মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তিনি এলাকার সামাজিক সংগঠনের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
এছাড়াও এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অসহায় মানুষের জন্যে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে থাকেন। নবাব আলী হাসিব খান বর্তমান তরুণদের কাছে একজন অনুপ্রেরণার উৎস।
জানা যায়, কিছুদিন আগে এলাকার মনু নদীর বালু মহালরা বালু উত্তোলন ও ব্লক বানানোর জন্যে ওই এলাকার কিছু মানষের থেকে জায়গা লিজ নেন। কিন্তু ভুক্তভোগীরা তাদের জমি দিতে রাজি হচ্ছিলেন না। তাই এলাকার লোকজন এক হয়ে নবাব আলী হাসিব খানকে বিষয়টি জানান। পরবর্তীতে এলাকার বর্তমান মেম্বার কবির সাহেব ও সাবেক ইউপি সদস্য আব্বাস আলী মেম্বারসহ সবাই নিয়ে বৈঠকে বসে নবাব আলী হাসিব খান বিষয়টি সমাধান করেন।