ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পেলেন যে ১০ কর্মকর্তা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার শুধু ব্যালট পেপার ছাপানো হলেই নির্বাচনী সার্বিক কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যে প্রতীকসহ ব্যালট পেপার ছাপাতে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি।

বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হতে প্রতীক বরাদ্দের পর যাচাই-বাছাইসহ ব্যালট পেপার মুদ্রণ এবং প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে ১০ জন কর্মকর্তাকে প্রতিকল্প কর্মকর্তা হিসেবে বিজি প্রেসে উপস্থিত থেকে মুদ্রণ কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাথে প্রত্যেক অঞ্চল হতে একজন করে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বা অনুরূপ কর্মকর্তা ঢাকায় অবস্থান করে নিজ নিজ অঞ্চলের ব্যালট পেপার মুদ্রণের কাজ সার্বক্ষণিক তদারকি করবেন।

ঢাকা অঞ্চলের দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেন, ময়মনসিংহ অঞ্চলের উপসচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম, রংপুর অঞ্চলের দায়িত্বে উপসচিব মো. নওয়াবুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের উপসচিব মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের মো. আবুল হোসেন, খুলনা অঞ্চলের সোহেল সামাদ, ফরিদপুর অঞ্চলের মো. শাহ আলম, রাজশাহীর দায়িত্বে মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, বরিশাল অঞ্চলের নুর নাহার ইসলাম এবং সিলেট অঞ্চলের জেবুন নাহার ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পালন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক চেয়ারম্যান স্বপন ঢাকায় গ্রেফতার! 

ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পেলেন যে ১০ কর্মকর্তা

আপডেট টাইম : ০৮:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার শুধু ব্যালট পেপার ছাপানো হলেই নির্বাচনী সার্বিক কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যে প্রতীকসহ ব্যালট পেপার ছাপাতে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি।

বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হতে প্রতীক বরাদ্দের পর যাচাই-বাছাইসহ ব্যালট পেপার মুদ্রণ এবং প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে ১০ জন কর্মকর্তাকে প্রতিকল্প কর্মকর্তা হিসেবে বিজি প্রেসে উপস্থিত থেকে মুদ্রণ কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাথে প্রত্যেক অঞ্চল হতে একজন করে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বা অনুরূপ কর্মকর্তা ঢাকায় অবস্থান করে নিজ নিজ অঞ্চলের ব্যালট পেপার মুদ্রণের কাজ সার্বক্ষণিক তদারকি করবেন।

ঢাকা অঞ্চলের দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেন, ময়মনসিংহ অঞ্চলের উপসচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম, রংপুর অঞ্চলের দায়িত্বে উপসচিব মো. নওয়াবুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের উপসচিব মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের মো. আবুল হোসেন, খুলনা অঞ্চলের সোহেল সামাদ, ফরিদপুর অঞ্চলের মো. শাহ আলম, রাজশাহীর দায়িত্বে মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, বরিশাল অঞ্চলের নুর নাহার ইসলাম এবং সিলেট অঞ্চলের জেবুন নাহার ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পালন করবেন।