>

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন

রাশিফল : জেনে নিন কেমন কাটবে আপনার দিনটি

রাশিফল : জেনে নিন কেমন কাটবে আপনার দিনটি

ফিচার ডেস্ক:   আজ ৩০ এপ্রিল ২০১৮ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার। বাংলা ১৭ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৩ শাবান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা। এটাকে অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে এটাকে বিশ্বাস করেন না। কিন্তু বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয়, দিনের শুরুতে মিলিয়ে নিন- কেমন যাবে আজকের দিনটি। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে-

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :

আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হন তবে- রাজনৈতিক নেতাদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে।

আরো পড়ুন :   এবার পদত্যাগ করলেন মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন

আরো পড়ুন :   গুলিস্তানে হামলার দায় স্বীকার আইএসের

আরো পড়ুন :   চকরিয়ার পল্টু-মিন্টুর মাকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :

আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হন তবে- কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) :

আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হন তবে- কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :

আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হন তবে- দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। বিনিয়োগে সতর্ক থাকুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :

আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হন তবে- ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :

আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হন তবে- শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :

আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হন তবে- বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মন ভালো থাকতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :

আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হন তবে- কোনো আশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :

আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হন তবে- ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :

আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হন তবে- অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। বেহাত হওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :

আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হন তবে- ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। সামাজিক ক্ষেত্রে নিজের আধিপত্য বজায় রাখতে পারবেন। শরীর ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :

আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হন তবে- দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Dainikalorjagat.Com
Design & Developed BY ThemesBazar.Com