ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা

 

সাতক্ষীরায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসার  ছাত্রীকে নির্জন স্থানে ফেলে  ধর্ষনের অভিযোগ উঠেছে এক বকাটে যুবকে বিরুদ্ধে। এই ঘটনায় ধর্ষকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ঐ মাদ্রাসার ছাত্রী(১৪) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মাদারবাড়িয়ার গ্রামের বসিন্দা  ও গুনাগারকাটি দাখিল  মাদ্রসার ৭ম শ্রেনীর ছাত্রী। গ্রেফতারকৃত ধর্ষকের নাম  আব্দুর সালাম(৩৪)। সে পাটকেলঘাটা থানার টিকারামপুর গ্রামের মোঃ খালেক মোড়লের ছেলে।মঙ্গলবার(২৪আগষ্ট) রাতে স্থানীয় জনতা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের  কদমতলা বাজার  সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশে সেপার্দ করে। ভিক্টিমের  মা হোসনে আরা বেগম জানায়, বছর খানে আগে টিকারামপুর গ্রামের প্রতিবন্ধী  যুবক জুয়েলের  সাথে আমার  মেয়ের বিয়ে হয়। এরপর থেকে মাঝে মাঝে লম্পট ঐ যুবক মেয়েকে উত্যাক্ত করে আসছিল।  এক পর্যায়ে ঐ যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার মেয়ের। এরপর আগের জামাতার সাথে  গোপনে ছাড়া ছাড়ি হয়ে তাদের। তিনি আরো জানান,গত দুইদিন আগে আমার মেয়ে জামাতার বাড়িতে আসবে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সকালে থানায়  এসে শুনি এই ঘটনা।ভিক্টিম জানায়, সালাম আমাকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে সংসার ভেঙ্গেছে আগেই। গত দুইদিন ধরে সে আমাকে বিয়ের মিথ্যা  আশ্বাস দিয়ে আমাকে কুমিরা এলাকায় এনে  একাধিক বার ধর্ষন করেছে।  আমি এর বিচার চাই।পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক জয় বালা জানায়, এঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে  থানায় একটি মামলা দ্বায়ের করেছে। মামলা নং-৯ তাং (২৫-৮-২০২১)  বুধবার(২৫আগষ্ট)সকালে ভিক্টিমকে ডাক্তারি পরীক্ষার সহ জবানবন্দির জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও কোর্টে পাঠানো হয় । আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

সাতক্ষীরায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট টাইম : ০৬:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা

 

সাতক্ষীরায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসার  ছাত্রীকে নির্জন স্থানে ফেলে  ধর্ষনের অভিযোগ উঠেছে এক বকাটে যুবকে বিরুদ্ধে। এই ঘটনায় ধর্ষকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ঐ মাদ্রাসার ছাত্রী(১৪) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মাদারবাড়িয়ার গ্রামের বসিন্দা  ও গুনাগারকাটি দাখিল  মাদ্রসার ৭ম শ্রেনীর ছাত্রী। গ্রেফতারকৃত ধর্ষকের নাম  আব্দুর সালাম(৩৪)। সে পাটকেলঘাটা থানার টিকারামপুর গ্রামের মোঃ খালেক মোড়লের ছেলে।মঙ্গলবার(২৪আগষ্ট) রাতে স্থানীয় জনতা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের  কদমতলা বাজার  সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশে সেপার্দ করে। ভিক্টিমের  মা হোসনে আরা বেগম জানায়, বছর খানে আগে টিকারামপুর গ্রামের প্রতিবন্ধী  যুবক জুয়েলের  সাথে আমার  মেয়ের বিয়ে হয়। এরপর থেকে মাঝে মাঝে লম্পট ঐ যুবক মেয়েকে উত্যাক্ত করে আসছিল।  এক পর্যায়ে ঐ যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার মেয়ের। এরপর আগের জামাতার সাথে  গোপনে ছাড়া ছাড়ি হয়ে তাদের। তিনি আরো জানান,গত দুইদিন আগে আমার মেয়ে জামাতার বাড়িতে আসবে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সকালে থানায়  এসে শুনি এই ঘটনা।ভিক্টিম জানায়, সালাম আমাকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে সংসার ভেঙ্গেছে আগেই। গত দুইদিন ধরে সে আমাকে বিয়ের মিথ্যা  আশ্বাস দিয়ে আমাকে কুমিরা এলাকায় এনে  একাধিক বার ধর্ষন করেছে।  আমি এর বিচার চাই।পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক জয় বালা জানায়, এঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে  থানায় একটি মামলা দ্বায়ের করেছে। মামলা নং-৯ তাং (২৫-৮-২০২১)  বুধবার(২৫আগষ্ট)সকালে ভিক্টিমকে ডাক্তারি পরীক্ষার সহ জবানবন্দির জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও কোর্টে পাঠানো হয় । আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।