>

সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:৪৬ অপরাহ্ন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নড়িয়ায় মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নড়িয়ায় মানববন্ধন

নুরেআলম জিকু শরীয়তপুর :ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়ায় মানববন্ধন পালিত হয়েছে।

শুক্রবার (২১ মে) বাদ জুমা উপজেলার ঐতিহ্যবাহী মুলফৎগঞ্জ মাদরাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েকশ ধর্মপ্রান মুসল্লী অংশ নিয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায়।

মুলফতগঞ্জ দারুস সালাম মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান সালেহীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নড়িয়া পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনের ওপর, মুসলমানদের ওপর ইসরায়েলের হামলা এবারই প্রথম নয়, তারা যখনই সুযোগ পেয়েছে হামলা-গণহত্যা চালিয়েছে। এবার তারা এমন এক সময় গণহত্যা চালাচ্ছে, যখন সারা বিশ্ব করোনায় বিপর্যস্ত। ইসরায়েলের এই নারকীয় বর্বরোচিত গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ইসরায়েল নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধে অপরাধী। তাদের মানবতাবিরোধী কাজের প্রতি আমাদের তীব্র নিন্দা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Dainikalorjagat.Com
Design & Developed BY ThemesBazar.Com