মোঃ আসাদুল হক সবুজ, নিজস্ব প্রতিবেদক (বরিশাল বিভাগ) লকডাউন চলাকালে ঢাকায় এক চিকিৎসকের গাড়ির কাগজপত্র দেখা নিয়ে রাস্তার উপর জনসম্মূখে বাকবিতণ্ডায় জড়ানো নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মামুনুর রশীদ বরগুনায় যোগদান করেছেন। গত ১৬ মে তিনি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে গত ২২ এপ্রিল ঢাকা জেলা প্রশাকের কার্যালয় থেকে তাকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঈদের আগে শেখ মোঃ মামুনুর রশীদকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পদায়ন করা হয়। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মামুনুর রশীদকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঈদের আগে বরগুনার জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়। তিনি (শেখ মোঃ মামুনুর রশিদ) গত ১৬ মে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এখন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি বলেও জানান তিনি। প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের পঞ্চম দিনে বর্তমান বছরের গত ১৮ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার সময় শেখ মোঃ মামুনুর রশিদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ কাইয়ুমের সঙ্গে বাগবিতণ্ডা হয় ডা. সাঈদা শওকত জেনির। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর গত ২২ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মামুনুর রশীদকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।
সংবাদ শিরোনাম :
সেই ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদ এখন বরগুনায়
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- ২১৫ বার পড়া হয়েছে
Tag :