কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল মিটিং এর মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এ সময় তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার নবসৃষ্ট চারটি মেরিন একাডেমি, পায়রা বন্দর পুনর্বাসন প্রকল্পের ৫০০টি বাড়ি, বিআইডব্লিউটিএ’র ২০টি ড্রেজার ও ৮৩টি ড্রেজার সহায়ক জলযান, একটি প্রশিক্ষণ ও একটি বিশেষ পরিদর্শন জাহাজ, একটি ড্রেজার বেইজ, বিআইডব্লিউটিসি’র দু’টি যাত্রীবাহী জাহাজ এর শুভ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী প্রান্তে যুক্ত ছিলেন মোঃ মহিববুর রহমান, সংসদ সদস্য, পটুয়াখালী-৪; কাজী কানিজ সুলতানা, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-২৯; কমডোর হুমায়ুন কল্লোল, চেয়ারম্যান, পায়রা বন্দর কর্তৃপক্ষ; মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী, আবু হাসানাত মো.শহীদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলাপাড়া ; মােহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; উপকারভোগীগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পটুয়াখালী জেলায় পায়রা বন্দর নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণ করা জমির মালিকদের পুনর্বাসনের জন্য প্রাথমিক পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ৫০০টি বাড়ি হস্তান্তর করা হয়েছে। এবং পর্যায়ক্রমে ৩ হাজার ৪২৩টি পরিবারকে পুনর্বাসন করা হবে । এছাড়াও পুনর্বাসিত উপকারভোগীদের জন্য জীবন ও কর্মমুখী প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
সংবাদ শিরোনাম :
পায়রাবন্দরের বিভিন্ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ১০:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- ১৪৫ বার পড়া হয়েছে
Tag :