মোঃরিফাত ইসলাম।ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রায় তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ কেজি চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক চন্দ্র রায়, উপজেলা নির্বাহি অফিসার মাসুম রেজা, উপ সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাইজিদুর রহমান প্রমূখ।
এত ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার মাসুম রেজা বলেন যতদিন করোনার এ অবস্থা থাকবে ততদিনে গরীব অসহায় দুঃস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করা হবে।
এদিকে ত্রাণ সামগ্রী হাতে পেয়ে একজন ভুক্তভোগী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ায় এবং তারা খাবার গুলি পাবার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী গুলি তুলে দেয়া হয়।