এর আগে গত বৃহস্পতিবার “রোজগারের একমাত্র সম্বল রিকশাটি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা” শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই সেই রিকশা চালকের পাশে দাড়ানোর আশ্বাস দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়।
এব্যাপারে ইউএনও বলেন, গণমাধ্যমে মর্মান্তিক এ ঘটনাটি জেনে অত্যান্ত মর্মাহত হই। তাৎখনিক ক্ষতিগ্রস্থ্য ব্যক্তির সাথে যোগাযোগ করি এবং রিকশা মেরামতের দায়িত্ব নেই। আজ প্রাথমিকভাবে তাকে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। রিকশাটি মেরামতের পর মেরামতের সম্পুর্ণ টাকা উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রদান করা হবে। এসময় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান ইউএনও।
প্রসঙ্গত গত বুধবার রাতে নড়িয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড কলুকাটি গ্রামের দিনমজুর রিকশাচালক হারুন বেপারীর রোজগারের একমাত্র সম্বল রিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দৃর্বৃত্তরা। সংসারের আয়-রোজগারের একমাত্র অবলম্বন রিকশাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে হারুন। পরে গনমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের।