প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি ইমাম) ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।জানাজার নামাজে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ প্রমুখ।উল্লাপাড়ায় জানাজার নামাজ শেষে থেকে দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে মরদেহ ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার কথা রয়েছে।এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে উল্লাপাড়ার সোনতলা উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগো তার মরদেহ আনা হয়।এইচ টি ইমামের ব্যক্তিগত সহকারী মো. আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে প্রথম জানাজা শেষে তার মরদেহ আবার হেলিকপ্টারযোগে জাতীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে মরদেহ দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাখা হবে। সেখান থেকে মরদেহ আজাদ মসজিদে নিয়ে বাদ আসর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
সংবাদ শিরোনাম :
এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- ২১২ বার পড়া হয়েছে
Tag :