জয়নাল আবেদিন, রায়পুর (লক্ষ্মীপুর)
মহামারী করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানুষের দ্বারপ্রান্তে ঘুরে ঘুরে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন রায়পুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বিভিন্ন দোকান, পথচারী ও ফার্মেসির সামনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সচেতনায় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল জলিল।
এই সময় উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভা প্যানেল চেয়ারম্যান আইনুল কবির মনির, নোমান কমিশনারসহ পুলিশ সদস্যগণ।
ওসি আব্দুল জলিল জানান, জাতির প্রতিটি ক্রান্তিকালে জীবনবাজি রেখে অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। করোনা সংকটেও তার ব্যতিক্রম নয়। মৃত্যুভয়কে জয় করে ডাক্তারদের পাশাপাশি পুলিশের মাঠপর্যায়ের প্রতিটি সদস্যই সাহসের সাথে করোনাযুদ্ধে লড়ে যাচ্ছেন। করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে থেকে কাজ করছে পুলিশ সদস্যরা । তাদের এ ভূমিকা ইতোমধ্যেই সারা উপজেলার মানুষের প্রশংসা কুড়িয়েছে।