আলোর জগত ডেস্ক : পবিত্র জুমাতুল বিদা আজ। মাহে রমজানের শেষ শুক্রবার মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। আজ জুমার নামাজ আদায়ের পর ধর্মপ্রাণ ও রোজাদার মুসলমানরা নিজের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি দেশের অগ্রগতি, সমৃদ্ধি তথা মুসলিম উম্মাহর শান্তি ও সম্প্রীতি কামনা করবেন।
পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে বিপুল মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।