ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র ওরস শেষ হচ্ছে আজ

 মোঃরিফাত ইসলাম, জেলা প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সদরপুরে আটরশিতে অনুষ্ঠিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ৮ দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ আজ শুক্রবার ‌ সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে।
গত শুক্রবার হতে এই ওরস  শুরু হয়েছিল। এ উপলক্ষে উক্ত স্থানে মিলাদ মাহফিল , কোরআন খানি , জিকির আজগার , ইত্যাদি অনুষ্ঠিত হয়।
অন্যন্য বছর এখানে ৪ দিনব্যাপী ওরস  অনুষ্ঠিত হলেও এবার করোনার কারণে তাতে আট দিন করা হয়।
এছাড়া  গণজমায়েত কমিয়ে আনার লক্ষ্যে প্রতি বিভাগ থেকে একদিন করে আট দিনে উরশ অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রতিদিন এবাদত এর পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা মোশাহেদা, ওয়াজ নসিহত এবং সুন্নত এবাদতের পাশাপাশি নফল ইবাদত অনুষ্ঠিত হয়। বিশ্ব জাকের মঞ্জিল শরীফের পীরজাদা খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী মিয়ার নির্দেশনা এ সিদ্ধান্ত নেয়া হয়।
 উরস চলাকালে ভক্তবৃন্দ সামাজিক নিরাপত্তা মেনে চলাফেরা , সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করেন । বলে  উরশে আগত ভক্তবৃন্দ জানান।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মির্জাগঞ্জের আরিফুল স্বাভাবিক জীবনে ফিরতে চান

বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র ওরস শেষ হচ্ছে আজ

আপডেট টাইম : ১২:২৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
 মোঃরিফাত ইসলাম, জেলা প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সদরপুরে আটরশিতে অনুষ্ঠিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ৮ দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ আজ শুক্রবার ‌ সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে।
গত শুক্রবার হতে এই ওরস  শুরু হয়েছিল। এ উপলক্ষে উক্ত স্থানে মিলাদ মাহফিল , কোরআন খানি , জিকির আজগার , ইত্যাদি অনুষ্ঠিত হয়।
অন্যন্য বছর এখানে ৪ দিনব্যাপী ওরস  অনুষ্ঠিত হলেও এবার করোনার কারণে তাতে আট দিন করা হয়।
এছাড়া  গণজমায়েত কমিয়ে আনার লক্ষ্যে প্রতি বিভাগ থেকে একদিন করে আট দিনে উরশ অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রতিদিন এবাদত এর পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা মোশাহেদা, ওয়াজ নসিহত এবং সুন্নত এবাদতের পাশাপাশি নফল ইবাদত অনুষ্ঠিত হয়। বিশ্ব জাকের মঞ্জিল শরীফের পীরজাদা খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী মিয়ার নির্দেশনা এ সিদ্ধান্ত নেয়া হয়।
 উরস চলাকালে ভক্তবৃন্দ সামাজিক নিরাপত্তা মেনে চলাফেরা , সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করেন । বলে  উরশে আগত ভক্তবৃন্দ জানান।