ফিচার ডেস্ক: রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা। এটাকে অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে এটাকে বিশ্বাস করেন না। কিন্তু বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয়, দিনের শুরুতে মিলিয়ে নিন- কেমন যাবে আজকের দিনটি। আজ ২১ এপ্রিল ২০১৯ খ্রিষ্টাব্দ, রবিবার। বাংলা ৮ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৪ শাবান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা।
আরো পড়ুন : কাঁঠাল: সুস্বাদু এই ফলেই রয়েছে নানা রোগের সমাধান
আপনার জন্ম সংখ্যা : ৩।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বৃহস্পতি ও শুক্র।
আপনার শুভ সংখ্যা : ৩ ও ৬।
শুভ বার : বৃহস্পতি ও শুক্র।
শুভ রত্ন : হীরা ও পোখরাজ।
জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :
জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা ঠিক হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :
শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কারো সঙ্গে বিবাদে জড়ানো ঠিক হবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) :
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :
অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়া-শোনায় আনন্দ পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :
গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :
অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো সত্মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন।