ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

সাবেক এমপি আব্দুল মজিদ আর নেই

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিবেদক :  সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মজিদ মাস্টার আর নেই। আজ শনিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক এই সংসদ সদস্য গত ১০ দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত কারণে আইএলডি রোগে ভুগছিলেন।

আরো পড়ুন :   চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আরো পড়ুন :   হত্যার আগে নুসরাতকে ছাদে ডেকে নেয় পপি

আরো পড়ুন :   শবেবরাতে আতশবাজি ফোটানো নিষেধ

আব্দুল মজিদ সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সাবেক সভাপতি। তিনি জেলার সিনিয়র আইনজীবী। ১৯৯১ সালে ছাতক দোয়ারাবাজার আসন থেকে জাতীয়পার্টির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মরহুমের মরদেহ সিলেট থেকে সুনামগঞ্জের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে আজই দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আব্দুল মজিদের মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।

১৯৮০ সালে শিক্ষকতার পেশায় মনোনিবেশ করে টানা ১০ বছর দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৯ সালে তিনি শিক্ষকতার পাশাপাশি আইন পেশায় জড়িত হন। মূলত আইন পেশা থেকে তিনি সুনামগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। ২০০৯ সাল থেকে ৫ বছর তিনি সুনামগঞ্জ জজকোর্টের কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

সাবেক এমপি আব্দুল মজিদ আর নেই

আপডেট টাইম : ০২:৩৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯

সুনামগঞ্জ প্রতিবেদক :  সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মজিদ মাস্টার আর নেই। আজ শনিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক এই সংসদ সদস্য গত ১০ দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত কারণে আইএলডি রোগে ভুগছিলেন।

আরো পড়ুন :   চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আরো পড়ুন :   হত্যার আগে নুসরাতকে ছাদে ডেকে নেয় পপি

আরো পড়ুন :   শবেবরাতে আতশবাজি ফোটানো নিষেধ

আব্দুল মজিদ সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সাবেক সভাপতি। তিনি জেলার সিনিয়র আইনজীবী। ১৯৯১ সালে ছাতক দোয়ারাবাজার আসন থেকে জাতীয়পার্টির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মরহুমের মরদেহ সিলেট থেকে সুনামগঞ্জের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে আজই দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আব্দুল মজিদের মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।

১৯৮০ সালে শিক্ষকতার পেশায় মনোনিবেশ করে টানা ১০ বছর দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৯ সালে তিনি শিক্ষকতার পাশাপাশি আইন পেশায় জড়িত হন। মূলত আইন পেশা থেকে তিনি সুনামগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। ২০০৯ সাল থেকে ৫ বছর তিনি সুনামগঞ্জ জজকোর্টের কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করেন।