ভ্রমণ ডেস্ক : ভ্রমণ করতে গেলে কাপড়ের ব্যাগ শুরু করে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিতে হয়। তবে ভ্রমণ যদি হয় বিমানে তবে সেক্ষেত্রে অনেক জিনিস নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। অনেকে নিয়ম না জানার কারণ এমন অনেক জিনিস বহন করেন যা বিমানে নেওয়া নিষেধ। ফলে সম্মুখীন হন সমস্যার। বিমান পথে ভ্রমণ করলে বিমানের নিয়মগুলো জেনে রাখা উচিত সবার। জানতে হবে কোন জিনিসগুলো বিমানে নেওয়াতে মানা রয়েছে। বিমানে যেসব জিনিস নেওয়া যাবে না-
১। মেশিনগান
২। পিস্তল
৩। নেইল কাটার
৪। রশি বা দড়ি
৫। ব্লেড
৬। মাছ বা মাংস
৭। পেন্সিল ব্যাটারি
৮। দেয়াশলাই বাক্স
৯। লাইটার
১০। ছুরি বা কাচি
১১। সুই-সিরিঞ্জ
১২। স্ক্রু ডাইভার
১৩। কাঁটা চামচ
১৪। মরিচের গুঁড়া
১৫। সেভিং ফোম
১৬। ক্রিকেট ব্যাট
১৭। অ্যারোসল
তবে এই জিনিসগুলো বড় লাগেজে নিতে পারবেন আপনি। বড় লাগেজেটি চেক ইন করার সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সে বহন করার জন্য দিয়ে দেবেন। তবে এসব জিনিস কিছুতেই হ্যান্ডব্যাগে বহন করতে পারবেন না আপনি।
ডায়াবেটিস রোগীরা অবশ্য যেকোনো জরুরি মুহূর্তে ইনসুলিন ব্যবহার করতে পারবেন।