আলোর জগত ডেস্ক : ব্ল্যাক ফ্রাইডেতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশাল পরিমাণে ছাড় দিয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে সিঙ্গাপুরের টাইগার এয়ারের এক অফার ক্রেতা ও সংবাদমাধ্যমের নজর কেড়েছে। কারণ প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়াজুড়ে মাত্র ১ ডলারে ফিরতি ফ্লাইটের অফার দিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৮৪ টাকা। গত বুধবার থেকে শুরু হওয়া এই অফার চলবে স্থানীয় সময় ব্লাক ফ্রাইডের দুপুর ১২টা পর্যন্ত।
ভ্রমণপিয়াসী মানুষরা এই সুযোগে হাতিয়ে নিতে পারেন অবিশ্বাস্য ছাড়। এতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে কফস হারবারে ফিরতে বাঁচবে ৬৯.৯৫ ডলার। আর গোল্ড কোস্টে, ব্রিসবেনে, মেলবোর্নে ও কেয়ার্নসে ফিরতে বাঁচবে যথাক্রমে ৭১ দশমিক ৯৫, ৭৯ দশমিক ৯৫, ৮৩ দশমিক ৯৫ ও ১৪৪ দশমিক ৯৫ ডলার করে।
এদিকে অবিশ্বাস্য এই মূল্য ছাড়ে ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে অ্যাডিলেড, হুইটসানডেস ও পার্থের সকল ফিরতি টিকিট।