ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

গুলশানে গার্ডেনিয়া গ্র্যান্ড হলে ফ্যাশন ডিজাইন কাউন্সিলের মেলা শুরু

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :   রাজধানীর গুলশানে গার্ডেনিয়া গ্র্যান্ড হলে আজ শুক্রবার সকালে এ ফ্যাশন প্রদর্শনী শুরু হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।ডিজাইনে নিজস্বতার ছাপ ও সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রেও কাজ করছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)। ডিজাইনার ও সৃষ্টিশীল এ খাতের মধ্যে অংশীদারিত্ব তৈরির লক্ষ্যেই দু`দিনব্যাপী `ফ্যাশন ফেয়ার` আয়োজন করতে করেছে এফডিসিবি। আইপিএবির সহযোগিতায় এ প্রদর্শনীর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক।

প্রদর্শনীতে ডিজাইনার এমদাদ হক, কুহু প্লামন্দোন, চন্দনা আর দেওয়ান, মারিয়া সুলতানা, রিফাত রহমান, মাহিন খান, রিফাত রেজা রাকা, সারাহ করিম, সাদিয়া মিশু, ইজমাত নাজ রিমা, মুশাররাত রহমান, লিপি খন্দকার, ফারাহ আনজুম বারি, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, ফায়জা আহমেদ, রুপো শামস, তাশফিয়া আহমেদ এবং শৈবাল সাহার ডিজাইন করা পোশাক প্রদর্শিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

গুলশানে গার্ডেনিয়া গ্র্যান্ড হলে ফ্যাশন ডিজাইন কাউন্সিলের মেলা শুরু

আপডেট টাইম : ০১:২০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্ক :   রাজধানীর গুলশানে গার্ডেনিয়া গ্র্যান্ড হলে আজ শুক্রবার সকালে এ ফ্যাশন প্রদর্শনী শুরু হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।ডিজাইনে নিজস্বতার ছাপ ও সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রেও কাজ করছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)। ডিজাইনার ও সৃষ্টিশীল এ খাতের মধ্যে অংশীদারিত্ব তৈরির লক্ষ্যেই দু`দিনব্যাপী `ফ্যাশন ফেয়ার` আয়োজন করতে করেছে এফডিসিবি। আইপিএবির সহযোগিতায় এ প্রদর্শনীর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক।

প্রদর্শনীতে ডিজাইনার এমদাদ হক, কুহু প্লামন্দোন, চন্দনা আর দেওয়ান, মারিয়া সুলতানা, রিফাত রহমান, মাহিন খান, রিফাত রেজা রাকা, সারাহ করিম, সাদিয়া মিশু, ইজমাত নাজ রিমা, মুশাররাত রহমান, লিপি খন্দকার, ফারাহ আনজুম বারি, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, ফায়জা আহমেদ, রুপো শামস, তাশফিয়া আহমেদ এবং শৈবাল সাহার ডিজাইন করা পোশাক প্রদর্শিত হবে।