ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

ভারতীয় দু’টি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক :   দুই ভারতীয় বিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে একজন ভারতীয় পাইলটকে আটক করারও দাবি করেছে ইসলামাবাদ।

ইসলামাবাদ বলছে, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর সে দেশের বিমান বাহিনীর লোকজন গুলি করে ভারতীয় বিমান দুটিকে ভূপাতিত করেছে।

তবে পাকিস্তান সরকারের এই দাবি নাকচ করে দিয়েছে ভারত। উল্টো পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে নয়াদিল্লি।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বুধবার সকালে এক বিবৃতিতে বলেন, ওই বিমান দুটির একটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং অন্যটি জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে। এছাড়া পাক সেনারা একজন পাইলটকে গ্রেপ্তার করেছে বলেও তিনি জানান।

এদিকে জম্মু-কাশ্মীরের বাদগামে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তারা তা জানায়নি। আর এই বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে পাকিস্তানের দুই বিমান ভূপতিত করার দাবির কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) কমপক্ষে ৪৬ সদস্য নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলওয়ামা হামলার জবাবে মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে কাশ্মীর সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জয়েশ-ই-মোহাম্মদ জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে অভিযান পরিচালনা করে ভারতের বিমান বাহিনী ।

ভারত বলছে, ওই অভিযানে জয়েশ-ই-মোহাম্মদের অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, ভারতের অভিযানে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি। বালাকোটের বাসিন্দারা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তারা গভীর রাতে প্রচণ্ড শব্দ শুনেছেন। তবে এতে কেউই নিহত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ভারতীয় দু’টি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

আপডেট টাইম : ০৮:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক :   দুই ভারতীয় বিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে একজন ভারতীয় পাইলটকে আটক করারও দাবি করেছে ইসলামাবাদ।

ইসলামাবাদ বলছে, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর সে দেশের বিমান বাহিনীর লোকজন গুলি করে ভারতীয় বিমান দুটিকে ভূপাতিত করেছে।

তবে পাকিস্তান সরকারের এই দাবি নাকচ করে দিয়েছে ভারত। উল্টো পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে নয়াদিল্লি।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বুধবার সকালে এক বিবৃতিতে বলেন, ওই বিমান দুটির একটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং অন্যটি জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে। এছাড়া পাক সেনারা একজন পাইলটকে গ্রেপ্তার করেছে বলেও তিনি জানান।

এদিকে জম্মু-কাশ্মীরের বাদগামে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তারা তা জানায়নি। আর এই বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে পাকিস্তানের দুই বিমান ভূপতিত করার দাবির কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) কমপক্ষে ৪৬ সদস্য নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলওয়ামা হামলার জবাবে মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে কাশ্মীর সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জয়েশ-ই-মোহাম্মদ জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে অভিযান পরিচালনা করে ভারতের বিমান বাহিনী ।

ভারত বলছে, ওই অভিযানে জয়েশ-ই-মোহাম্মদের অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, ভারতের অভিযানে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি। বালাকোটের বাসিন্দারা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তারা গভীর রাতে প্রচণ্ড শব্দ শুনেছেন। তবে এতে কেউই নিহত হয়নি।