আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে জয়নাল আবেদিন নামে (৪০) এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা যায়, জয়নাল সাইকেল চালানোর সময় শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় মিলান শহরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নালের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানার হাজিপুর গ্রামে। জয়নাল দীর্ঘদিন ধরে ইতালির মিলান শহরে স্ত্রী ও ২ সন্তান নিয়ে বসবাস করতেন। মরহুমের লাশ বর্তমানে মিলানোর নিগরদা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার এ মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।