ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
সংবাদ শিরোনাম :

৪শ বছরের পুরনো বনসাই চুরি

আন্তর্জাতিক ডেস্ক :  জাপানের এক বাগান থেকে ৪শ বছরের পুরনো সাতটি বনসাই গাছ চুরি গেছে। এদের ফিরে পেতে চোরদের উদ্দেশে এক আবেগঘন বার্তা রেখেছেন ওই বনসাইয়ের মালিক সেইজি লিমুরা ও তার স্ত্রী ফুইয়ুমি। সম্প্রতি টোকিওর সাইতামা এলাকায় অবস্থিত তাদের বাগান থেকে বনসাইগুলো চুরি যায়।

এদের শোকে কাতর হয়ে পড়েছেন লিমুরা দম্পতি। এ সম্পর্কে বনসাইয়ের মালিক সেইজি লিমুরা বলেন, ‘আমরা কতটা কষ্ট পেয়েছি তা ভাষায় বলে বোঝানো যাবে না। এগুলো (বনসাইগুলো) ছিলো আমাদের অমূল্য সম্পদ।’

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, চুরি যাওয়া ওই গাছগুলোর মূল্য ১ লাখ ১৮ হাজার ডলার।

চুরি যাওয়া শিম্পাকু জুনিপার শ্রেণির বনসাইগুলোর এক একটার বয়স ৪শ বছর।

লিমুরা দম্পতি মনে করেন, যারা এই খর্বাকৃতির গাছগুলো চুরি করেছে তাদের পক্ষে এদের বাঁচিয়ে রাখা সম্ভব নয়। কেননা এদের প্রচুর যত্ন নিতে হয় এবং পানি ছাড়া এগুলো এক সপ্তাহও বেঁচে থাকতে পারবে না।

তাই তারা অজ্ঞতনামা চোরদের উদ্দেশে বলেন, যারাই এই বনসাইগুলো নিয়েছে তারা যেন এদের বাঁচিয়ে রাখতে এগুলোতে ঠিকমত পানি দেয়।

সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক হস্তান্ত, সাবেক এম পি নুরুল আমিন রুহুল

৪শ বছরের পুরনো বনসাই চুরি

আপডেট টাইম : ১০:২০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক :  জাপানের এক বাগান থেকে ৪শ বছরের পুরনো সাতটি বনসাই গাছ চুরি গেছে। এদের ফিরে পেতে চোরদের উদ্দেশে এক আবেগঘন বার্তা রেখেছেন ওই বনসাইয়ের মালিক সেইজি লিমুরা ও তার স্ত্রী ফুইয়ুমি। সম্প্রতি টোকিওর সাইতামা এলাকায় অবস্থিত তাদের বাগান থেকে বনসাইগুলো চুরি যায়।

এদের শোকে কাতর হয়ে পড়েছেন লিমুরা দম্পতি। এ সম্পর্কে বনসাইয়ের মালিক সেইজি লিমুরা বলেন, ‘আমরা কতটা কষ্ট পেয়েছি তা ভাষায় বলে বোঝানো যাবে না। এগুলো (বনসাইগুলো) ছিলো আমাদের অমূল্য সম্পদ।’

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, চুরি যাওয়া ওই গাছগুলোর মূল্য ১ লাখ ১৮ হাজার ডলার।

চুরি যাওয়া শিম্পাকু জুনিপার শ্রেণির বনসাইগুলোর এক একটার বয়স ৪শ বছর।

লিমুরা দম্পতি মনে করেন, যারা এই খর্বাকৃতির গাছগুলো চুরি করেছে তাদের পক্ষে এদের বাঁচিয়ে রাখা সম্ভব নয়। কেননা এদের প্রচুর যত্ন নিতে হয় এবং পানি ছাড়া এগুলো এক সপ্তাহও বেঁচে থাকতে পারবে না।

তাই তারা অজ্ঞতনামা চোরদের উদ্দেশে বলেন, যারাই এই বনসাইগুলো নিয়েছে তারা যেন এদের বাঁচিয়ে রাখতে এগুলোতে ঠিকমত পানি দেয়।

সূত্র: বিবিসি