স্পোর্টস ডেস্ক : আসছে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের প্লে-অফ পর্ব। প্লে-অফ পর্ব শেষে ৮ ফেব্রুয়ারি বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল।প্রতিযোগিতার আকর্ষণীয় এ পর্বকে সামনে রেখে শনিবার টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট মূল্যতালিকা বিপিএল শুরুর আগে জানানো হলেও প্রকাশ করা হয়নি প্লে-অফসহ ফাইনালের টিকিট মূল্য। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তা প্রকাশ করা হলো আজ।
ভিন্ন-ভিন্ন দামে মিলবে আসন্ন ম্যাচগুলোর টিকিট। প্রতিটি ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে ম্যাচের আগের দিন থেকে। অর্থাৎ ৪ তারিখে অনুষ্ঠিতব্য প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের টিকিট পাওয়া যাবে ৩ তারিখ থেকে। দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট ৫ ফেব্রুয়ারি ও ফাইনালের টিকিট পাওয়া যাবে ৭ ফেব্রুয়ারি থেকে।
এক নজরে আসন্ন ম্যাচগুলোর টিকিট মূল্যতালিকা-
প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর
১. পূর্ব গ্যালারি- ৩০০ টাকা।
২. গ্যালারি (শেড)- ৪০০ টাকা।
৩. ক্লাব হাউজ- ৭০০ টাকা।
৪. ভিআইপি স্ট্যান্ড- ৭০০ টাকা।
৫. গ্র্যান্ড স্ট্যান্ড- ৪,০০০ টাকা।
দ্বিতীয় কোয়ালিফায়ার
১. পূর্ব গ্যালারি- ১০০ টাকা।
২. গ্যালারি (শেড)- ১৫০ টাকা।
৩. ক্লাব হাউজ- ৩০০ টাকা।
৪. ভিআইপি স্ট্যান্ড- ৩০০ টাকা।
৫. গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা।
ফাইনাল
১. পূর্ব গ্যালারি- ৪০০ টাকা।
২. গ্যালারি (শেড)- ৫০০ টাকা।
৩. ক্লাব হাউজ- ১০০০টাকা।
৪. ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা।
৫. গ্র্যান্ড স্ট্যান্ড- ৪০০০ টাকা।