আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হোস্টনে পুলিশের সাথে গোলাগুলিতে দুই আসামি নিহত হয়েছেন। গ্রেফতারি পরোয়ানা নিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে স্থানীয় সময় সোমবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
হোস্টনের পুলিশপ্রধান গণমাধ্যমকে জানান, দক্ষিণ হোস্টনের একটি বাড়িতে মাদক মামলার আসামিদের গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অপর দুই পুলিশ কর্মকর্তাও হাসপাতালে রয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে দুই আসামি নিহত হন।