স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ,গড়বো বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে ময়মনসিংহের ভালুকায় বেকার নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এই কর্মশালার শুভ উদ্বোধন করেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারীকে সফল উদ্যেক্তা হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে।