ময়মনসিংহের ভালুকার নবনির্বাচিত সংসদ সংসদ,দানবীর ও সমাজ সেবক আলহাজ¦ এম ওয়াহেদ এমপি, এসএসসি পরীক্ষায় উপজেলার সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে নিজ তহ্বিল থেকে শিক্ষাবৃদ্ধি প্রদানের ঘোষণা দিয়েছেন। রবিবার (২১ জানুয়ারী ) সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি‘র বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
ওই সময় তরুণ এই জননন্দিত নেতা তার বক্তব্যে বলেন আমাদের সন্তানদের মানুষ করার সব চেয়ে বেশী দায়িত্ব অভিভাবকদের,সেই দায়িত্ব সন্তানদের মা বাবাদের যথাযথভাবে পালন করতে হবে। কোন ক্রমেই স্কুল ও কলেজ পড়–য়া ছাত্রদের বাইক দেয়া যাবেনা আর ছাত্রীদের মোবাইল ফোনে আসক্ত হতে দেয়া যাবে না । এই কাজটি যে করতে পারবেন তিনিই হবেন সফল অভিভাবক আর তাদের সন্তানরা হবে মেধাবী। তিনি আরো বলেন অনেক দিন থেকেই উপজেলার দুইটি ইউনিয়নে তিনি নিজের অর্থায়নে জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন। এবার তা সারা উপজেলায় তিনি ছড়িয়ে দিতে এসএসসিতে সকল জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করবেন। তিনি এতে মনে করেন মেধা বিকাশে ছাত্র/ছাত্রীরা মনোনিবেশের প্রতিযোগিতায় অংশ নিয়ে ভাল ফলাফল করতে সক্ষম হবে। তাই তিনি ভালুকা উপজেলার এস এস সি,দাখিল ও কারিগরী শাখার সকল ছাত্র ছাত্রীদের এই বৃত্তি প্রদান করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান,আলহাজ¦ আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,সহকারী কমিশনার (ভ‚মি) সুমাইয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় ।