ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
সংবাদ শিরোনাম :

আতিয়া মহলে জঙ্গি হামলা : তিন জঙ্গি ৫ দিনের রিমান্ডে

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :  সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীতে আলোচিত আতিয়া মহল জঙ্গি আস্তানায় নিহত মর্জিনা বেগম ওরফে মার্জিয়ার বোন আর্জিনা বেগমসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে আতিয়া মহলের দায়েরকৃত মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পিবিআই পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন।

শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন আতিয়া মহলে অগ্নিসংযোগ ঘটিয়ে আত্মহুতি দেওয়া নারী জঙ্গি মঞ্জিয়ারা বেগম ওরফে মর্জিনার বোন আর্জিনা (১৯) ও তার স্বামী জহুরুল হক ওরফে জসিম (২৫) এবং অপর আসামি হাসান (২৬)।

২০১৭ সালের ২৩ মার্চ দিবাগত রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকা আতিয়া মহল নামের একটি পাঁচতলা ভবনে জঙ্গি আস্তানা রয়েছে খবর পেয়ে ভবনটি ঘেরাও করে পুলিশ। পরদিন ২৪ মার্চ সারাদিন র‌্যাব, পুলিশ ও সোয়াতের অবস্থান শেষে ২৫মার্চ সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। ২৮ মার্চ পর্যন্ত চলা এ অভিযান শেষে ভবন থেকে চার জঙ্গির মৃতদেহ এবং বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়।

এদিকে অভিযান চলাকালীন সময়ে ২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের কিছুদুরে আধাঘণ্টার ব্যবধানে পরপর দুটি গ্রেনেড বিস্ফোরিত হয় যাতে তৎকালীন র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, দুই পুলিশ কর্মকর্তা ও ৪জন সাধারণ মানুষ নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক হস্তান্ত, সাবেক এম পি নুরুল আমিন রুহুল

আতিয়া মহলে জঙ্গি হামলা : তিন জঙ্গি ৫ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :  সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীতে আলোচিত আতিয়া মহল জঙ্গি আস্তানায় নিহত মর্জিনা বেগম ওরফে মার্জিয়ার বোন আর্জিনা বেগমসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে আতিয়া মহলের দায়েরকৃত মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পিবিআই পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন।

শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন আতিয়া মহলে অগ্নিসংযোগ ঘটিয়ে আত্মহুতি দেওয়া নারী জঙ্গি মঞ্জিয়ারা বেগম ওরফে মর্জিনার বোন আর্জিনা (১৯) ও তার স্বামী জহুরুল হক ওরফে জসিম (২৫) এবং অপর আসামি হাসান (২৬)।

২০১৭ সালের ২৩ মার্চ দিবাগত রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকা আতিয়া মহল নামের একটি পাঁচতলা ভবনে জঙ্গি আস্তানা রয়েছে খবর পেয়ে ভবনটি ঘেরাও করে পুলিশ। পরদিন ২৪ মার্চ সারাদিন র‌্যাব, পুলিশ ও সোয়াতের অবস্থান শেষে ২৫মার্চ সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। ২৮ মার্চ পর্যন্ত চলা এ অভিযান শেষে ভবন থেকে চার জঙ্গির মৃতদেহ এবং বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়।

এদিকে অভিযান চলাকালীন সময়ে ২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের কিছুদুরে আধাঘণ্টার ব্যবধানে পরপর দুটি গ্রেনেড বিস্ফোরিত হয় যাতে তৎকালীন র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, দুই পুলিশ কর্মকর্তা ও ৪জন সাধারণ মানুষ নিহত হন।