ঢাকার ধামরাইয়ে পৌরশহরে চারটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার অনুমোদন না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৪নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো.আশিকুর রহমান।
এ সময় কোন ডাক্তার, নার্স না থাকায় এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করার কারণে আধুনিক প্রাইভেট হাসপাতাল মমতাজ এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং আল মদিনা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ধামরাই উপজেলা প্রশাসন।
অন্যদিকে, ল্যাব টেকনিশিয়ান ও সঠিক কাগজপত্র না থাকায় সেবা ডায়াগনস্টিক সেন্টার ও আইকন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
এবিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন,সরকারি নীতিমালা অনুসারে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ৪টি ডায়াগনস্টিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে সিলগালা করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, দীর্ঘদিন ধরেই তাদের অনুমোদন নেয়ার কথা বলা হচ্ছিলো এছাড়াও আমরা একমাস পূর্বে সকলকে চিঠি দিয়েছিলাম অনুমোদন করে নেয়ার জন্য। এরপরেও যারা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অমান্য করে লাইসেন্স নবায়ন না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এসকল প্রতিষ্ঠান অনুমোদন প্রাপ্ত হলে নিয়মঅনুযায়ী খুলে দেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।