ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

নেত্রকোণায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : ১২:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় একটি  বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে পৌরসভার কমলপুর এলাকার বাস টার্মিনালে হিরণ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসের ভেতরের সিটসহ অধিকাংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

হিরণ এন্টারপ্রাইজের মালিক হিরণ মিয়ার বড় ভাই রুবেল মিয়া বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সাংবাদিকদের বলেন, বাসটি প্রতিদিন কেন্দুয়া থেকে চট্টগ্রামে যাত্রী নিয়ে যায়। গতকাল বুধবার রাতে যাত্রী না থাকায় বাস টার্মিনালে রাখা ছিল। ওই দিন রাত পৌনে ৩টার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নেত্রকোণায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট টাইম : ১২:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

নেত্রকোণার কেন্দুয়ায় একটি  বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে পৌরসভার কমলপুর এলাকার বাস টার্মিনালে হিরণ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসের ভেতরের সিটসহ অধিকাংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

হিরণ এন্টারপ্রাইজের মালিক হিরণ মিয়ার বড় ভাই রুবেল মিয়া বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সাংবাদিকদের বলেন, বাসটি প্রতিদিন কেন্দুয়া থেকে চট্টগ্রামে যাত্রী নিয়ে যায়। গতকাল বুধবার রাতে যাত্রী না থাকায় বাস টার্মিনালে রাখা ছিল। ওই দিন রাত পৌনে ৩টার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।