স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে বসবে আগামী বিশ্বকাপের আসর। আগামী বছরের ৩০ মে উদ্বোধনী ম্যাচ খেলবে ইংল্যান্ড। তার আগে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া চারটি দেশ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষ। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ড খেলবে একটি ত্রিদেশীয় সিরিজও।
আয়ারল্যান্ড আগামী বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে পারেনি। সেটি অন্য কিছুতে পূরণ হবার কথা নয়। কিন্তু বিশ্বকাপের আগে ইংল্যান্ড, বাংলাদশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে পারা তাদের জন্য বড় এক পাওয়া। এরপর বিশ্বকাপে জায়গা না পাওয়া আগের ক্রিকেট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলবে তারা।
প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ৩ মে মালহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজন করবে ত্রিদেশীয় সিরিজ। ওই সিরিজটি ৫ মে থেকে ১৭ মে’র মধ্যে শেষ হবে। প্রত্যেক দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজের সূচি-
৫ মে ২০১৯ আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ
৭ মে ২০১৯ বাংলাদেশ বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ
৯ মে ২০১৯ আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ
১১ মে ২০১৯ আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ
১৩ মে ২০১৯ বাংলাদেশ বনাম উইন্ডিজ, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ
১৫ মে ২০১৯ আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ
১৭ মে ২০১৯ ফাইনাল, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ