মোঃ আজিজুল ইসলাম হৃদয়, সুনামগঞ্জের(সিলেট)
সিলেট সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে তালাবদ্ধ ফার্মেসি থেকে শাহনাজ পারভীন (৩৫) নামের তিন সন্তানের জননীর ছয় খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল থেকে লাশটি উদ্ধার করে।
জানা যায়, বুধবার বিকালে স্থানীয় পৌরসভার পেছনের আবাসিক এলাকার দোতলা বাসা থেকে শাহনাজ পারভিন বেরিয়ে যাওয়ায় পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
নিহত শাহনাজ পারভীন ছেলে উদয় জানান, বুধবার সকালে অভি মেডিকেল হলের মালিক জিতেন্দ্র গোপ আমাদের বাসায় আসেন। তিনি আমার আম্মুর প্রেশার মাপেন। পরে তিনি আম্মুকে দোকানে যাওয়ার কথা বলে চলে যান। ঔষধ আনতে আম্মু তার দোকানে যাওয়ার পর আর বাড়িতে আসেননি আম্মুর মোবাইলে ফোন দিলে ফোনও ধরেননি। বিষয়টি থানা পুলিশকে জানাই। এ ব্যাপারে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১৭ ফেব্রুয়ারি দুপুরে নিখোঁজ ব্যক্তি কোথায় আছে শনাক্ত করে।
এ সময় পুলিশ অভি মেডিকেলের তালা ভেঙে প্রবেশ করলে দেখতে পায় মহিলার দেহটি ছয়খণ্ড করা, দুই হাত একখণ্ড, দুই পা একখণ্ড, মাথা একখণ্ড, কোমর থেকে বুক পর্যন্ত একখণ্ড। মহিলা নিখোঁজ হওয়ার পর থেকে অভি মেডিকেল হলের মালিক জিতেন্দ্র তার পরিবার নিয়ে জগন্নাথপুর থেকে পালিয়ে গেছে।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, মহিলার খণ্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, শাহনাজ পারভিন জোসনার স্বামী সৌদিআরব প্রবাসী সুরুক মিয়া। তার গ্রামের বাড়ি নারিকেলতলা গ্রামে। তারা দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর পৌরসভার পেছনের আবাসিক এলাকায় নিজস্ব বাসায় বসবাস করে আসছিলেন।