স্পোর্টস ডেস্ক : উয়েফা ন্যাশনস লিগের গ্রুপপর্বে রোমাঞ্চকর লড়াইয়ের ম্যাচে স্পেনকে ২-৩ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের বর্তমান রানার্সআপদের হয়ে জোড়া গোল করেন টিন জেভাজ। অপর গোলটি আন্দ্রেজ ক্র্যামারিচের। আর স্পেনের গোল দুটি সার্জিও রামোস ও ড্যানিয়েল সেবাল্লোসের।গতকাল বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার মাঠে আতিথ্য নিয়ে স্প্যানিশরা ম্যাচের দ্বিতীয়ার্ধে চিত্র পাল্টাতে দেখেছে। নিজেরা দুবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। কিন্তু শেষঅবধি স্মরণীয় জয়ে মাঠ ছেড়েছে ক্রোয়েটরা।
গত সেপ্টেম্বরে জ্লাতকো দালিচের দলকে নিজেদের মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন।