মিজানুর রহমান, জেলা প্রতিনিধিঃ ১৩ই এপ্রিল, মঙ্গলবার আলোর সন্ধানে মানবতা সংস্থা সুবিধা বঞ্চিত অসহায় প্রায় ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আলোর সন্ধানে মানবতা সংস্থার পক্ষ থেকে প্রথমবারের মতো এই উদ্যোগটি সফল করা হয়। সকলেই এই সংস্থাটির জন্য দোয়া ও ভালোবাসা জানান।
২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা পাওয়া সংস্থাটি নিজস্ব অর্থায়নে স্বাস্থ্যবিধি মেনে ইফতার সামগ্রী বিতরন কার্যক্রমটি সম্পন্ন করেন।
এই কার্যক্রমে আলোর সন্ধানে মানবতা সংস্থার সংশ্লিষ্ট বন্ধু মহলের সকলেই এগিয়ে আসেন এবং সমাজের পিছিয়ে পরা অসহায় মানুষদের জন্য কিছু করতে পেরে সকলেই আনন্দিত।
সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি, রেজাউল খান জানান, বিশ্ব এখন করোনা বিপর্যয়ে। বাংলাদেশেও এর প্রভাব দিন দিন খারাপ এর দিকেই যাচ্ছে। এতে কর্মহীন হয়ে পরেছে হাজার হাজার খেটে খাওয়া মধ্য ও নিন্ম আয়ের মানুষ।
তাই মানুষ হিসেবে সকলে মিলে সমাজের মানবিক ও সামাজিক উন্নয়নে অসহায় মানুষের কল্যানে আমাদের সকলের এগিয়ে আসা উচিৎ।
সংস্থাটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আহাদুজ্জামান নাহিদ বলেন, বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ। সামাজিক ও পারিবারিক সম্প্রীতি আরও বাড়িয়ে তুলতে, একে অন্যের সাহযোগিতায় এগিয়ে যেতে, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে আমারা এই কার্যক্রমটি চালিয়ে যাব ইনশাআল্লাহ।
ক্ষুধা, দারিদ্র্য মুক্ত সমাজ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যুব সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে।
এছাড়াও, ভবিষ্যতে সমাজের এসব সেবা মূলক কাজ আরও বড় আকারে করার ইচ্ছা পোষণ করেন তিনি এবং উত্তর উত্তর সংগঠনটির সমৃদ্ধি কামনা করেন।