০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

হোল্ডারের বাংলাদেশ সফর শুরু হওয়ার আগেই শেষ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
  • ২৪৬ Time View

ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক :   খবরটা বাংলাদেশ দলের জন্য যতটা স্বস্তির। ততটাই চিন্তার ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম অংশের ঢাকায় পা রাখার কথা বুধবার বিকেলে। তবে এই দলে নেই জেসন হোল্ডার। থাকছেন না গোটা সফরেই। কাঁধের চোট নিয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। তার যে ইনজুরি মাঠে ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে তার। আর তাই আগামী ২২ নভেম্বর শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের দলে তার না থাকাটা নিশ্চিত।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জন গ্রেভ বাংলাদেশ সফরে জেসন হোল্ডারকে না পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে বলেন,’তার ইনজুরি ধরা পড়েছে। ফিজিওথেরাপি নিতে হবে হোল্ডারের। আগামী নভেম্বর-ডিসেম্বরের ওই সময়টায় পুনবাসনের মধ্যে থাকতে হবে তাকে। তার ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।

হোল্ডারকে যদি বাংলাদেশ সিরিজে খেলানো হয় তবে তার বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেশটির ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা সেই শঙ্কার কথা উল্লেখ করে বলেন, তার যে ইনজুরি আছে তা আরও বেড়ে যেতে পারে। এমনকি তার ক্রিকেট ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। আর সেজন্য আমরা তাকে বাংলাদেশ সফরে না গিয়ে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছি।

ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশে। দুটি টেস্ট সিরিজ দিয়ে আগামী ২২ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ। এরপর বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। ওই সফরে আসতে না পারায় হতাশার কথা প্রকাশ করেন হোল্ডার।

ওয়েস্ট ইন্ডিজ আগামী ১৮ নভেম্বর চট্টগ্রামের এম আজিম স্টেডিয়ামে একটি অনুশীলন ম্যাচ খেলবে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ঢাকায় ৯ ও ১১ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দুটি ম্যাচ হবে। এরপর ১৪ তারিখে বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে। টি২০ সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর সিলেটেই। ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই টি২০ ম্যাচ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হোল্ডারের বাংলাদেশ সফর শুরু হওয়ার আগেই শেষ

Update Time : ০৬:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮

ক্রীড়া ডেস্ক :   খবরটা বাংলাদেশ দলের জন্য যতটা স্বস্তির। ততটাই চিন্তার ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম অংশের ঢাকায় পা রাখার কথা বুধবার বিকেলে। তবে এই দলে নেই জেসন হোল্ডার। থাকছেন না গোটা সফরেই। কাঁধের চোট নিয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। তার যে ইনজুরি মাঠে ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে তার। আর তাই আগামী ২২ নভেম্বর শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের দলে তার না থাকাটা নিশ্চিত।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জন গ্রেভ বাংলাদেশ সফরে জেসন হোল্ডারকে না পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে বলেন,’তার ইনজুরি ধরা পড়েছে। ফিজিওথেরাপি নিতে হবে হোল্ডারের। আগামী নভেম্বর-ডিসেম্বরের ওই সময়টায় পুনবাসনের মধ্যে থাকতে হবে তাকে। তার ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।

হোল্ডারকে যদি বাংলাদেশ সিরিজে খেলানো হয় তবে তার বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেশটির ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা সেই শঙ্কার কথা উল্লেখ করে বলেন, তার যে ইনজুরি আছে তা আরও বেড়ে যেতে পারে। এমনকি তার ক্রিকেট ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। আর সেজন্য আমরা তাকে বাংলাদেশ সফরে না গিয়ে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছি।

ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশে। দুটি টেস্ট সিরিজ দিয়ে আগামী ২২ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ। এরপর বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। ওই সফরে আসতে না পারায় হতাশার কথা প্রকাশ করেন হোল্ডার।

ওয়েস্ট ইন্ডিজ আগামী ১৮ নভেম্বর চট্টগ্রামের এম আজিম স্টেডিয়ামে একটি অনুশীলন ম্যাচ খেলবে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ঢাকায় ৯ ও ১১ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দুটি ম্যাচ হবে। এরপর ১৪ তারিখে বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে। টি২০ সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর সিলেটেই। ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই টি২০ ম্যাচ।