আলোর জগত ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় কর্মসূচি ও সিদ্ধান্ত ছাড়া রাত ১০টার পর মিছিল-মিটিং না করতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গতকাল সোমবার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে বিভিন্ন ছাত্রসংগঠন নানা কর্মসূচি পালন করছে।
ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক প্রেক্ষাপটে যখন তখন মিছিল-মিটিং আমাদের প্রত্যাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামকে ক্ষুণ্ন করবে বলেই আমরা মনে করি। এমতাবস্থায়, সাংগঠনিক কর্মসূচি ও দলীয় সিদ্ধান্ত ছাড়া রাত ১০টার পর মিছিল-মিটিং না করার জন্য নির্দেশ দেওয়া হলো।