আজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। আজ সোমবার (১ জানুয়ারি) দেশজুড়ে হচ্ছে ‘পাঠ্যপুস্তক উৎসব’। ঝকঝকে নতুন বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা।
গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসব উদ্বোধন করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ সারাদেশে ‘পাঠ্যপুস্তক উৎসব’ করছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৪ শিক্ষাবর্ষে দেশের ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়ার নতুন বই।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকাল ১০টায় ঢাকার ধামরাইে পাঠানটোলাসহ সাভার আশুলিয়া মানিকগঞ্জের ‘সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসব হয়। স্কুলে স্কুলে উৎসবের মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীরা হাতে পায় নতুন বই।
প্রতিবছর সারা দেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। তবে এবার সংসদ নির্বাচনে প্রার্থী ও রাজনীতিকদের অনুষ্ঠানে না আসার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
এরই মধ্যে সাভার আশুলিয়া ধামরাইও মানিকগঞ্জে বিভিন্ন স্কুল নতুন বই বিতরণের নোটিশ জারি করেছে উপজেলা শিক্ষা অফিস। শিফট অনুযায়ী সকাল ও বিকেলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন পাঠ্যবই।