মিহিরিজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরার সুন্দারবন রেঞ্চের নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছে বন বিভাগ।(৩১ আগষ্ট) ভোর রাত ৪টার দিকে সুন্দরবনের ইসামতি নদীর কাঠেরখাল থেকে তাদের আটক করা হয়। এ সময় নৌকা ও মাছ জব্দ করা হয়েছে।আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতালা গ্রামের খবিরউদ্দীনের ছেলে কামাল শেখ (৪২) ও গোলাম রসুলের ছেলে ইসমাইল গাইন (৫৫)।সুন্দরবনের রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচ কেজি মাছ ও একটি ঘাই জাল উদ্ধার করা হয়। মাছ ধরার নৌকাটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।