প্রতিনিধি বরগুনা:
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৯ জন গুরুতর আহতর ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে কাকচিড়া আমুয়া মহাসড়কের সোনাখালী বাজারে স্বতন্ত্রপ্রার্থীর অফিসকক্ষের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বরগুনা থেকে অতিরিক্ত পুলিশ সুপার মহরমের সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। এর পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আওয়ামী লীগের নয়জন নেতাকর্মীরা আহত হয়েছে। আহতদের বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
অস্ত্র উদ্ধারের বিষয় স্বতন্ত্র প্রার্থী সোহেল সিকদার এর বাবা সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি আঃ লতিফ সিকদার বলেন, আমার ছেলের ব্যপক জনপ্রিয়তা দেখে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য নৌকার প্রার্থী ছগির চৌধুরী তার লোকজন আমার লোকদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের অফিস কক্ষে অস্ত্র রেখে এমন একটি মিথ্যা ষড়যন্ত্র করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু একটি তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছে।
বামনা থানার অফিসার ইন চার্জ মো. হাবিবুর রহমান জানান, বিস্ফোরণ ও সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে স্বতন্ত্রপ্রার্থীর অফিস কক্ষ থেকে একটি পিস্তল ও বোমা তৈরি করার সরঞ্জাম উদ্ধার সহ ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।