আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী অবসরকালীন সকল সুযোগ সুবিধা প্রাপ্তি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা কাজীর মোড় থেকে পদযাত্রা করে মুক্তির মোড়ে এসে মানববন্ধন পালন করা হয়।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন গ্রামীণ ব্যাংক লিমিটেড নওগাঁ এর নেতৃত্বে, মানববন্ধনে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন শতভাগ পেনশন, মাসিক চিকিৎসা ভাতা, দুই ঈদে উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং অবসর গ্রহণের তারিখ হতে ১৫ বছর অতিক্রান্ত হওয়ার পর মাসিক পেনশন পূর্ণ স্থাপনের দাবিতে বক্তব্য রাখা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন গ্রামীণ ব্যাংক লিমিটেডের সহ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মমতাজ হোসেন, কোষাধক্ষ্য
মোতালেবুর রহমান প্রমুখ।