গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশ এবং (সিসি ক্যামেরা) এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর – ৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির বিপিএম-সেবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ বরকতুল্লাহ খান,গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ অপরাধ) জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, সিনিয়ার সহকারি পুলিশ কমিশনার জনাব আশরাফুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আহসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল, তদন্ত ওসি শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।