মোঃরিফাতইসলাম।ফরিদপুর প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর গভীর রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তার করার দাবিতে। অ্যাসোসিয়েশন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা সোমবার বিকেল চারটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাইফুল ইসলাম সিফাত, নাকিবুল ইসলাম , সাইফুর রহমান, খালিদ ইবনে কামাল, খাদিজা রহমান, পদ্মা পারমিতা দাস প্রমূখ।
সভায় বক্তারা সন্ত্রাসীরা হামলা করলেও তাদের রহস্যজনক কারণে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন, তারা এ ঘটনায় অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। একই সাথে বিশ্ববিদ্যালয় বাইরে সমস্ত শিক্ষার্থীর নিরাপত্তা দাবি করেন।