জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর হিন্দুপাড়ায় একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জাফরপুর ইন্দুপাড়া এলাকায় ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন : মিন্নির জামিন নামঞ্জুর
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, বুধবার সকালে উপজেলার জাফরপুর গ্রামের হিন্দুপাড়ার একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।