সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও এক শ্রমিক।
আরো পড়ুন : ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
উপজেলার পৌর সদরের বাজার এলাকার মুক্তমঞ্চর পাশের এক বাড়িতে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক। নিহতরা হলেন- রেজাউল করিম (২৮) ও আলামিন হোসেন (৩২)। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে উল্লাপাড়ার পাট ব্যবসায়ী রাম সাহা ও রবির সাহার নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকের ভেতরে নেমে নির্মাণ শ্রমিক রেজাউল ও আলামিন অসুস্থ হয়ে চিৎকার শুরু করেন। পরে নির্মাণ শ্রমিক হোসেন আলীসহ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ট্যাংকে নেমে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে রেজাউল ও আলামিন মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় হোসেন আলীকে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, ওই সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।