স্পোর্টস ডেস্ক : প্রীতি ফুটবল ম্যাচে জাপানের ক্লাব ভিসেল কোবেকে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।কোবে উইং স্টেডিয়ামে খেলার শুরু থেকেই বার্সার সঙ্গে পাল্লা দিয়ে খেলার চেষ্টা করলেও পেরে উঠছিল না দলটি। প্রথমার্ধে কাতালানদের রুখে দিতে পারলেও দ্বিতীয়ার্ধে আর ধরে রাখতে পারেনি তারা।
আরো পড়ুন : ভারতের ফিল্ডিং কোচ হচ্ছেন জন্টি রোডস
ম্যাচ জয়ের দুটি গোলই আসে খেলার দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও সাফল্যের দেখা পায়নি বার্সার ফরোয়ার্ড ভাগের খেলোয়াড়রা। ম্যাচের ৫৯তম ও ৮৬তম মিনিটে বার্সার জার্সিতে দুটি গোলই করেন কার্লস পেরেজ।